আজ শনিবার

৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১২:৪২

মতলব উত্তরে ১৫ নৌকাসহ ৪৫ জেলে আটক

100 Views

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫ টি নৌকাসহ ৪৫ জেলেকে আটক, ১ কোটি ৫০ লাখ মিটার জাল জব্দ করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ।জেলা নৌ-পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে।

তিনি জানান, মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলা ও শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ, নড়িয়া ও জাজিরা এলাকায় একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালানা করা হয়। এ সময় ৪৫ জন জেলেকে আটক করা হয়, যার মধ্যে ৯ জন অপ্রাপ্তবয়স্ক।

এ সময় ১৫টি নৌকা ও প্রায় ১ কোটি ৫০ লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। আটককৃত মাছের পরিমাণ প্রায় ১০০ কেজি, যা পরবর্তীতে স্থানীয় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে পৃথকভাবে ২৩টি মামলা করা হয়।

মা ইলিশ সংরক্ষণ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। অভিযানে আরও অংশ নেন চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নরসিংহপুর, সুরেশ্বর ও মাঝিরঘাট নৌ ফাঁড়ির ইনচার্জসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ