এশিয়ান ফুটসালে আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) মালয়েশিয়ার কুয়ান্টানে ইরানের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলতে নামবেন চাঁদপুরের মতলব উত্তরের তাজওয়া বিন কাশেম (নিটল)। তিনি বাংলাদেশ অ-২৩ দলে খেলেছেন। নিটল উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্রামের খান বাড়ির সন্তান।
এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে গঠিত হয়েছে বাংলাদেশ ফুটসাল দল। দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে ঘোষণা করা হয়েছে দল। এদিকে এরইমধ্যে গত ৭ সেপ্টেম্বর ১৮ সদস্যের দলকে নিয়ে মালয়েশিয়ায় অনুশীলন করতে গেছে বাংলাদেশ।
কানাডা প্রবাসী রাহবার খানের নেতৃত্বে আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের ফুটসাল বাছাইপর্বের আসর। লাল-সবুজের প্রতিনিধিরা প্রথম ম্যাচ খেলবে ইরানের বিপক্ষে। বাংলাদেশের পরের ম্যাচ ২২ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে এবং শেষ ম্যাচ খেলবে ২৪ তারিখ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।