আজ শনিবার

৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১:২৬

২১ বছর পর নিজ আঙিনায় এসএসসি ০৪ ব্যাচের শিক্ষার্থীরা

154 Views

‘চলো সবাইকে নিয়ে বাঁচি’ এই স্লোগানকে ধারণ করে চাঁদপুরের মতলব উত্তরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শরিফ উল্লাহ স্কুল এন্ড কলেজের এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ঈদের দ্বিতীয় দিনে বিদ্যালয় প্রাঙ্গণে উদযাপন করা হয়েছে এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষকদের ফুল দিয়ে ও সম্মাননা ব্যাজ পরিয়ে বরণ করে নেন প্রাক্তন শিক্ষার্থীরা।

শরিফ উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শরীফ উল্লাহর সভাপতিত্বে ও ৪ ব্যাচের শিক্ষার্থী আল-আমিনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সরকার।

এসময় আরো বক্তব্য রাখেন, শরিফ উল্লাহ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য এনামুল সরকার লাদেন, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, প্রাক্তন সিনিয়র শিক্ষক মো. কামাল উদ্দিন, প্রবীণ শিক্ষক নুর মোহাম্মদ, সিনিয়র শিক্ষক মো. নুরুল আমিন, মোঃ আসাদ উল্লাহ প্রমুখ।

এদিকে পুনর্মিলনী উৎসবে প্রাক্তনরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন তারা ফিরে গেছেন নিজেদের শৈশবে। পুরোনো বন্ধুদের এক সঙ্গে পেয়ে সব ক্লান্তি যেন দূর হয়ে গিয়েছিল। একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে তৈরি করেন বন্ধুত্বের নতুন দ্বার। করে রাখেন ক্যামেরাবন্দি।

এরপর মধ্যাহ্ন ভোজ শেষে নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আসে ভিন্ন মাত্রা। সেখানে একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠেন ব্যাচের সব প্রাক্তনরা।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ