আজ শনিবার

১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১১:০৯

ডাকাত আতঙ্কে মতলবের তিন ইউনিয়নের মানুষ!

131 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্ব অঞ্চলের তিনটি ইউনিয়নের মানুষ ডাকাত আতঙ্কে রয়েছে। চারিদিকে বিভিন্ন মসজিদের মাইক দিয়ে ডাকাত ঢুকেছে বলে প্রচার চলছে।সোমবার রাত দশটার পর থেকে এমন সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়েছে।রাস্তায় নেমে পড়েছে শত শত মানুষ। এমন সংবাদ পেয়ে মতলব দক্ষিণ থানার সকল টহল পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এমনটি জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ।

খোজ নিয়ে জানা যায়, নারায়ণপুর,খাদেরগাঁও এবং উপাদী উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মসজিদের মাইক দিয়ে প্রচার করা হচ্ছে, এলাকায় ডাকাত ডুকেছে,সবাই বেরিয়ে আসুন। এমন সংবাদ পেয়ে সব শ্রেণির মানুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে।

খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি জিলানী তালুকদারের নিকট জানতে চাইলে তিনি বলেন,কাশিমপুর,পয়ালী,আচলছিলাসহ একাধিক এলাকায় মসজিদের মাইক দিয়ে প্রচার করছে এলাকায় ডাকাত ডুকেছে। এমন খবর পেয়ে আমাদের এলাকায়ও মাইকিং শুরু করে দিয়েছে। কিন্তু কোন এলাকায় ডাকাত ডুকেছে এমন নিশ্চিত কেউই বলতে পারছে না।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার বলেন,রসুলপুর এলাকায় ডাকাত ডুকেছে এমন ডাকচিৎকার শোনা যায় এবং মসজিদের মাইক দিয়ে প্রচার করেছে। তবে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন,আমিও মাইকিং শুনেছি এলাকায় ডাকাত ডুকেছে। তবে সঠিক কোন তথ্য পাইনি। এভাবেই ডাকাতদের আতঙ্ক ছড়িয়ে পড়েছে মতলব পৌরসভা এলাকায়ও।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে আমার সকল টহল টীম চারিদিকে পাঠিয়ে দিয়েছি।আমি এবং আমার সকল পুলিশ সদস্য সতর্ক অবস্থায় রয়েছে। তবে কোন এলাকায় ডাকাত ডুকেছে এমন সুনির্দিষ্টভাবে কেউই কিছু বলতে পারছে না।সবাই বলছে বমরা শুনেছি।

উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন,এলাকায় ডাকাত ডুকেছে সংবাদটি চারিদিকে ছড়িয়ে পড়ায় আমাদের প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সব এলাকা থেকে খোঁজ খবর নেয়া হচ্ছে। এলাকাবাসীকে এক্যবদ্ধ হয়ে সতর্ক অবস্থানে থাকার অনুরোধ জানিয়েছেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!